বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন শেখ আবু মাসুম

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা ও নতুন সভাপতি শেখ মো. আবু মাসুমের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখে নতুন গভর্নিং বডি অনুমোদন করা হয়। পূর্বের সভাপতি মো. আশরাফুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা (বিএ পাস) সংক্রান্ত কারণে তাঁর মনোনয়ন পরিবর্তন করে শেখ মো. আবু মাসুমকে নতুন সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়। নবগঠিত গভর্নিং বডির মেয়াদকাল ২৮ এপ্রিল ২০২৭ পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের প্রেক্ষিতে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কলেজ কার্যালয়ে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কলেজের শিক্ষক মণ্ডলী, সদস্যবৃন্দ ও কর্মচারীরা নবনির্বাচিত সভাপতি শেখ মো. আবু মাসুমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণ শেষে শেখ মো. আবু মাসুম বলেন, “কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তোলা আমাদের প্রধান অঙ্গীকার। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের সার্বিক সহযোগিতায় বান্দাইখাড়া ডিগ্রি কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “জাতীয় শিক্ষানীতির লক্ষ্য বাস্তবায়নে এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির দায়িত্ব গ্রহণ ও গভর্নিং বডির প্রথম সভার মধ্য দিয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।
What's Your Reaction?






