কিডনি রোগী রফিকের পাশে সাবেক বিএনপি নেতা রিয়াজুল হক রিয়াজ

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Oct 22, 2025 - 19:28
 0  3
কিডনি রোগী রফিকের পাশে সাবেক বিএনপি নেতা রিয়াজুল হক রিয়াজ

পিরোজপুরের কদমতলা ইউনিয়নের দুলিয়ারী গ্রামের কিডনি রোগী আক্রান্ত রফিক দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর লড়াই করছেন। দুই কিডনিতেই গুরুতর সমস্যা ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে একাধিকবার ঢাকা ও খুলনায় রেফার করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পিছনে সবকিছু বিক্রি করে এবং ধার-দেনা করে রফিক তাঁর সর্বস্ব ব্যয় করলেও, বর্তমানে আর চিকিৎসার খরচ বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

এই অসহনীয় বাস্তবতার মধ্যেই বিএনপি পরিবারের আশ্রয় নেন রফিক। তার পরিস্থিতির কথা জানার পর মানবিক পদক্ষেপ নেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হক রিয়াজ। তিনি রফিকের চিকিৎসা সহায়তার জন্য ডিসি মহোদয়ের কাছে একটি দরখাস্ত দাখিল করেন। পরবর্তীতে সেই আবেদন জেলা পরিষদে প্রেরণ করা হলে রফিকের চিকিৎসার জন্য একটি অনুদান অনুমোদন করা হয়।

সাবেক জেলা বিএনপি যুগ্ম সম্পাদক রিয়াজুল হক রিয়াজ বলেন- “রফিক দীর্ঘদিন বিএনপির একজন কর্মী এবং আমাদের পরিবারের মানুষ। মানবিক বিএনপি গড়ার লক্ষ্যে আমরা সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকতে চাই। রফিকের চিকিৎসা যেন অব্যাহত রাখতে পারে, সে জন্য আমরা প্রাথমিকভাবে অনুদানের ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতেও তার পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো।”

এ সময়ে রোগে আক্রান্ত রফিক বলেন- “অনেকদিন ধরে চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে সব শেষ হয়ে গেছে। এখন আর চিকিৎসার খরচ বহন করতে পারছিলাম না। রিয়াজ ভাইয়ের কাছে সাহায্যের আবেদন করেছিলাম। আল্লাহর রহমতে কিছু সহযোগিতা পেয়েছি এবং আশাবাদী যে সামনে আরও সহায়তা পাবো।”

রফিকের চিকিৎসা এখনো চলমান। সমাজের বিত্তবান এবং রাজনৈতিকসহ মানবিক সকল মহলের কাছে তিনি আরও সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে করে তিনি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow