বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 5, 2025 - 17:21
 0  4
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকালে "শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে র‌্যালিটি সার্কিট হাউস থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

সভায় বক্তারা বলেন, শিক্ষা  জাতির মেরুদণ্ড আর এ পেশার সাথে যারা জড়িত আছেন তারা জাতি গঠনের মহান কারিগর। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ‎তারা আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow