পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভাটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল পূজার সময় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন এবং প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।
এছাড়াও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সদস্য সচিব পল্লব সিকদার এবং রোঙ্গাকাটি পূজা মণ্ডপের প্রতিনিধি পবিত্র মিস্ত্রি সভায় বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
What's Your Reaction?






