জাতীয় যুব শক্তির ঢাকা জেলা উত্তর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠিত

জাতীয় যুব শক্তির ঢাকা জেলা উত্তর শাখার ৩৮ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সেজুতি হোসাইনকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, মোঃ মহিউদ্দিন শুভকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ রিয়াদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর সেজুতি হোসাইন তার প্রতিক্রিয়ায় বলেন, "আমার উপর যে দায়িত্ব দেওয়া হলো আমি আমার সংগঠনের সবাইকে নিয়ে সততার সাথে কাজ করবো। আমি যেনো আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি এ জন্য আমি সকলের কাছে দোয়া কামনা করছি।" তিনি তাকে ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং যারা তাকে সার্বিক সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন শুভ বলেন, "আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমি ঢাকা জেলা উত্তরের যুব শক্তির নব গঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আমার জায়গা থেকে সর্ব শক্তি দিয়ে আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।" তিনি বিশেষ করে যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তার নেত্রীর প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, "আমি চাই সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে।"
নবগঠিত এই কমিটি আগামী এক বছর যাবত সংগঠনকে গতিশীল করতে এবং নতুন নেতৃত্ব তৈরিতে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
What's Your Reaction?






