আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 1, 2025 - 13:49
 0  7
আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে আশুলিয়া থানা এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের একটি চৌকস টিম।

সোমবার (৩০ জুন) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন ভাধাইল এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোক্তল হোসেন ওরফে মোতালেব (৫০) নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার সলংগা থানার সিমলা প্রামাণিক বাড়ির মৃত মজিবর রহমান ও মৃত মরিয়ম বেগমের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার ভাধাইল উত্তরপাড়া এলাকার সাধু ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানকালে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow