সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়

নাগরিকদের সমঅধিকারে বিশ্বাসী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেছেন, “সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু সম্প্রদায়কে আর সংখ্যালঘু হিসেবে নয়, সমান মর্যাদায় গর্বিত নাগরিক হিসেবে মূল্যায়ন করা হবে।”
সোমবার (৩১ জুন) রাত ৯টায় উপজেলার মির্জাপুর ঐতিহাসিক রথযাত্রা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। মানুষের অধিকার প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। এই দল রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও জনগণের ন্যায্য অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
খবিরুল ইসলাম জানান, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে প্রতিটি ধর্মের অনুসারী স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন। হিন্দুদের 'সংখ্যালঘু' হিসেবে নয়, দেশের গর্বিত নাগরিক হিসেবে দেখতে চায় জামায়াত।
শাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রধান উপদেষ্টা কেএম রফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আবু শাহীন, সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম জনি, শাহাগোলা ইউনিয়ন সেক্রেটারি মো. মোহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, খন্দকার ফজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
What's Your Reaction?






