নির্বাচন নিয়ে মীমাংসিত ইস্যুকে আবার বিতর্কিত করা হচ্ছে — মীর সরফত আলী সপু

নির্বাচন সংক্রান্ত ইতোমধ্যে মীমাংসিত ইস্যুকে নতুন করে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিক্রমপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি মীর সরফত আলী সপু।
মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচন নিয়ে অনেক কিছুই ইতোমধ্যে পরিষ্কার। তারপরও আবার এই ইস্যুকে ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। তবে জনগণ এখন অনেক সচেতন।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে ছাত্রদল মোমবাতি প্রজ্জ্বলন করেছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।”
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ডা. জাহিদুল কবির, গভর্নিং বডির দাতা সদস্য জুয়েল শেখ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান ডা. মোশারফ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মীর সরফত আলী সপু মজিদপুর দয়হাটা কফিলউদ্দিন চৌধুরী ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গণে বিএনপি নেতা ডা. যুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
What's Your Reaction?






