শ্রীনগরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Sep 20, 2025 - 21:41
 0  3
শ্রীনগরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মুন্সীগঞ্জের শ্রীনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীনগর থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির নেতা স্বপন মোদক, অধির দত্ত, বলরাম পোদ্দারসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow