পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

“পিআর পদ্ধতি মানি না, মানবো না” স্লোগানে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের সিও অফিস মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বিলাস চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
গাজী ওয়াহিদুজ্জামান লাভলু তার বক্তব্যে বলেন, জনগণের ওপর জোর করে চাপিয়ে দেওয়া কোনো অন্যায় বিএনপি মেনে নেবে না। তিনি পিআর পদ্ধতিকে গণতন্ত্রের পরিপন্থী এবং জনগণের মতের প্রতিফলন নয় বলে অভিহিত করেন। "ভোট দেবে পিরোজপুরে, এমপি হবে দিনাজপুরে" – এই ধরনের নির্বাচন জনগণ মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
লাভলু আরও বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অনতিবিলম্বে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। সেই নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে পিরোজপুর জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






