শ্রীপুর ক্বেরাতুল কোরআন হেফজখানার ২৫ বছর পূর্তি উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর ক্বেরাতুল কোরআন কারিমিয়া ও হেফজখানার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য পূর্ণমিলনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও পীরে কামেল হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। সঞ্চালনার দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ শাহ আলম। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাউরা কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আহসান আহমেদ রানা।
এছাড়াও বক্তব্য রাখেন— বিশিষ্ট সমাজসেবক ও শ্রীপুর গ্রাম পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন আহমেদ ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম দর্জি, মাওলানা হারুনুর রশিদ আযহারী, মাওলানা গাজী নিয়াজুল করিম, মাওলানা আবু সাঈদ সরকার, মাওলানা মতিউর রহমান শিপন, মাওলানা বিল্লাল হোসাইন, পল্লী চিকিৎসক ডা. কিরন ভূঁইয়া, মাওলানা লুৎফুর রহমান, মুফতি জাহিরুল ইসলাম, মাওলানা নুরুল আলম, মুফতি ইকরাম হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা শফিকুল ইসলাম, মোহাম্মদ আবুল ফজল, মোহাম্মদ আক্কাস মাহমুদ, মাওলানা মোফাচ্ছেলমা, মাওলানা রফিকুল ইসলাম হক ও হাফেজ ফারুক আহমেদ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসাটির ধারাবাহিক উন্নতি ও ইসলামী শিক্ষা বিস্তারে অবদানকে প্রশংসা করেন। তাঁরা বলেন, এই প্রতিষ্ঠান কোরআন ও ইসলামি জ্ঞানচর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করছে। বক্তারা মাদ্রাসাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে হাজারো অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সমবেত সবার অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
What's Your Reaction?






