নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন ও পুকুর ভরাট, ২ জনের বিরুদ্ধে মামলা

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Sep 21, 2025 - 11:59
 0  3
নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন ও পুকুর ভরাট, ২ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে পুকুর থেকে বালু উত্তোলন এবং অন্য একটি পুকুর ভরাটের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন ড্রেজার মালিক শারফিন এবং জমির মালিক শাহীন।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে টিয়ারা গ্রামের একটি পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও একই এলাকায় অন্য একটি পুকুর ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম রাসেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজে বাধা দেন। তবে অভিযুক্ত শারফিন ও শাহীন কাজটি বন্ধ না করে ভূমি কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার পর, নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খলিল বিন মনসুরের নির্দেশে গত ১৭ সেপ্টেম্বর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এস এম রাসেল মাহমুদ বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুকুর ভরাট এবং সরকারি কাজে বাধা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল বিন মনসুরের দাপ্তরিক নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, এই ধরনের অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে করা উচিত। তিনি বলেন, "ইউএনও সাহেব নির্দেশ দিলে আমরা এ বিষয়ে সহযোগিতা করব।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow