আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল ঢাকা-সিলেট মহাসড়ক, ২ ঘণ্টা অবরোধে তীব্র জনদুর্ভোগ

সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাবে বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। ‘অখণ্ড বিজয়নগর রক্ষা’র দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন সর্বস্তরের হাজারো মানুষ। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘অখণ্ড বিজয়নগর রক্ষা সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটি’র ডাকে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিয়ে মহাসড়কে অবস্থান নেন, যা কিছুক্ষণের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়।
আন্দোলনকারীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের খসড়া তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিজয়নগরের তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুরকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ভৌগোলিক, প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে অবিচ্ছেদ্য এই ইউনিয়নগুলোকে আলাদা করাকে তারা ‘এলাকার উন্নয়ন ব্যাহত করার ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন।
বিক্ষোভে অংশ নিয়ে এক আন্দোলনকারী ক্ষোভের সঙ্গে বলেন, "স্বাধীনতার পর থেকেই তিতাস পূর্বাঞ্চলের এই ১০টি ইউনিয়ন নানাভাবে অবহেলিত। এখন আবার বিজয়নগরকে ভেঙে আমাদের বিভক্ত করার চক্রান্ত চলছে। আমরা এই জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত মানি না।"
অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন ‘দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আফজাল হোসেন, মুফতি এনামুল হক সুমন, সাবেক উপজেলা চেয়ারম্যান আল জাবের আহমেদ জাবেদ, সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে এই খসড়া প্রস্তাব বাতিল করে বিজয়নগরকে অখণ্ড রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনেই বহাল রাখার জোর দাবি জানান।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে। এই খসড়া তালিকার ওপর দাবি, আপত্তি বা সুপারিশ জানানোর সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি জানিয়েও কোনো সমাধান না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
What's Your Reaction?






