আত্রাইয়ে নবগঠিত মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরিচিতি সভা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধতাই মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ রক্ষার প্রধান হাতিয়ার। আমাদের নতুন কমিটি সকল মুক্তিযোদ্ধার সেবা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবগাথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে।” এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, চাঁন মিঞা, কাজি আব্দুর রাজ্জাক, মো. হাবিল ও ডা. মোফাজ্জল হোসেন। বক্তারা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় উজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন।
What's Your Reaction?






