ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

সারাদেশের সঙ্গে একযোগে ব্রাহ্মণবাড়িয়ায়ও শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি–২০২৫। রোববার (১২ অক্টোবর) সকাল ৯টায় শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের এসআইএমও ডা. সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিন্টেনডেন্ট মো. মনিরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এজন্য প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে। জন্মসনদ না থাকলেও কোনো শিশুকে যেন টিকাদান থেকে বাদ না দেওয়া হয়।”
কর্মসূচির প্রথম ধাপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। পরে দ্বিতীয় ধাপে জেলার স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, এই ক্যাম্পেইনের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। কর্মসূচিটি চলবে টানা ১৮ দিন—এর মধ্যে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।
What's Your Reaction?






