মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর বাসাইল গ্রামের মৃত বাবুল খানের ছেলে নুর মোহাম্মদ খান (৩২) এবং মৃত আদম আলী খানের ছেলে আইয়ুব খান (৪৫)। নিহত মজিবুর খান একই উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের হাছেন উদ্দিন খানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৪ জুন দুপুরে ঈমামগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন মজিবুর খান। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ির অদূরে কাঁচা রাস্তায় প্রতিপক্ষরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তার আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের ছেলে আরিফ খান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করে সিরাজদীখান থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
What's Your Reaction?






