খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে: মীর সরফত আলী সপু
খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশও সুস্থ থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
মঙ্গলবার দুপুর ১টায় শ্রীনগর উপজেলার বালাসুর বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মানসকন্যা খালেদা জিয়া বর্তমানে অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থতার জন্য আমরা দোয়া চাইছি। গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীর কাছেও তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়ে সপু বলেন, খুব দ্রুত নির্বাচন হওয়া জরুরি। দেশের মানুষের ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে। অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। দ্রুত নির্বাচন হলে নির্বাচিত সরকার দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে পারবে, বিনিয়োগ বাড়বে, অর্থনীতি চাঙ্গা হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আহলাদ হোসেন উজ্জ্বল, জেলা মহিলা দলের সভাপতি সেলিমা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ