আশুলিয়ায় ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)–এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে আশুলিয়ায় ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি (উত্তর)। রোববার (২৪ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়া থানার কাইচাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা ডিবি (উত্তর)–এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া, সংগীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ নেয়। এসময় কাইচাবাড়ী এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ জনি (২৬)–কে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম মৃত মোখছেদ আলী এবং মা লাকী আক্তার। তিনি কাইচাবাড়ী এলাকারই বাসিন্দা।
গ্রেপ্তারকৃত জনির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ