সাভারের আশুলিয়ায় প্রিন্টিং কারখানা দখল নিতে হামলা ও ভাংচুর

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 21, 2025 - 03:34
 0  0
সাভারের আশুলিয়ায় প্রিন্টিং কারখানা দখল নিতে হামলা ও ভাংচুর

সাভারের আশুলিয়ায় জমি দখলের পাঁয়তারা করতে গিয়ে ওজিফা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি প্রিন্টিং কারখানায় হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শামীম দেওয়ান ও তার লোকজনের বিরুদ্ধে।

কারখানার মালিক জালাল উদ্দীন বুধবার (২০ আগস্ট) সকালে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত শনিবার দুপুরে আশুলিয়ার আড়াগাঁও এলাকায় এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

অভিযুক্ত শামীম দেওয়ান কাঠগড়া এলাকার বিএনপি নেতা জাকির দেওয়ানের ছেলে।

ভুক্তভোগী মালিক জালাল উদ্দীন জানান, জমি কিনে কারখানা স্থাপনের পর থেকেই শামীম দেওয়ান জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। ১৭ আগস্ট দুপুরে প্রায় ২০–২৫ জন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে কারখানার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে সিসি ক্যামেরা, জানালা, অফিসকক্ষ ও কারখানার শেড ভাঙচুর করে। এমনকি ভাঙা ফটক ট্রাকে করে নিয়ে যায়। এ সময় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, হামলাকারীরা শ্রমিকদের মোবাইল ফোন ও অফিসের একটি ল্যাপটপ নিয়ে যায়। বাঁধা দিতে গেলে কর্মচারী ফোরকান ও রাসেলকে মারধর করা হয়। “কারখানা দেশের সম্পদ, এখানে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। অথচ এভাবে হামলা-ভাংচুর হলে প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে পড়বে।”

শ্রমিকরাও ঘটনার বর্ণনা দিয়ে বলেন, হামলাকারীরা গেট ভেঙে ভিতরে ঢুকে শ্রমিকদের ভয়ভীতি দেখায় এবং মেশিনপত্র ভাঙচুর করে। বাঁধা দিতে গেলে দুই শ্রমিককে মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনার পর থেকে তারা আতঙ্কে রয়েছেন।

অভিযুক্ত শামীম দেওয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow