সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় একাট্টা আশুলিয়া প্রেস ক্লাব

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 30, 2025 - 00:23
 0  7
সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় একাট্টা আশুলিয়া প্রেস ক্লাব

পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আশুলিয়া প্রেস ক্লাব। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জয় রেস্তোরাঁয় আয়োজিত ক্লাবের নির্বাহী পর্ষদের এক জরুরি সভায় এই ঐক্যের ডাক দেন নেতৃবৃন্দ।

আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু এবং সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

সভায় সাংবাদিকদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লাইজু আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ও বাংলাভিশনের শেফালী আক্তার মিতু, চ্যানেল ২৪ এর অপু ওহাব, চ্যানেল আইয়ের জাকির হাসান এবং আরটিভির ওমর ফারুক।

এছাড়াও আলোচনায় অংশ নেন ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের নজরুল ইসলাম মানিক, দপ্তর সম্পাদক ও ডিবিসি নিউজের শফি মাহমুদ, প্রচার সম্পাদক ও জাগো নিউজের আল মামুনসহ নির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে অভ্যন্তরীণ বিভেদ ভুলে এক ছাতার নিচে এসে কাজ করার কোনো বিকল্প নেই। যেকোনও সংকটকালে ঐক্যবদ্ধ থাকাই হবে আশুলিয়া প্রেস ক্লাবের মূল শক্তি।

পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়, যেখানে তিনি আবারও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow