বাংলাদেশে হান্ডার ২৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 30, 2025 - 00:15
 0  3
বাংলাদেশে হান্ডার ২৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র শিল্পে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে হংকং-ভিত্তিক প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ কোং। প্রতিষ্ঠানটি বাংলাদেশে মোট ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং ২৫,০০০ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে এক সাক্ষাতে হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন।

প্রথমদিকে হান্ডা ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করলেও বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এবং বাজার সম্ভাবনা বিবেচনায় তা বাড়িয়ে ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে।

এই বিনিয়োগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে তিনটি কারখানা গড়ে তোলা হবে—এর মধ্যে দুটি পোশাক প্রক্রিয়াকরণ এবং একটি বুনন ও রঞ্জনবিদ্যা ইউনিট থাকবে।

হান চুন জানান, বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ), বেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) এবং বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ)-এর সহযোগিতায় তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের পোশাক ও বস্ত্র শিল্পে সর্বশেষ প্রযুক্তি আনতে চাই।”

বিডা ও বেজার কর্মকর্তারা জানিয়েছেন, এটি বাংলাদেশের বস্ত্র খাতে একক বৃহত্তম চীনা বিনিয়োগগুলোর একটি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস হান্ডার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আপনারা বাংলাদেশের বস্ত্র খাতে চীনা বিনিয়োগের নেতৃত্ব গ্রহণ করুন এবং অন্যদেরও উৎসাহিত করুন।” তিনি হান্ডাকে বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।

হান চুন মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা কারখানার একটি নকশা প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করলে, তিনি তা দেখে প্রশংসা করে বলেন, “এটি আমার কাছে একটি সুন্দর চিত্রকর্মের মতো দেখাচ্ছে।”

আগামী বুধবার মিরসরাইয়ে জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হবে, যার প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। দ্বিতীয় ধাপের জন্য জমি বরাদ্দ ও অন্যান্য আনুষঙ্গিক কাজ চলমান রয়েছে এবং ২০২৫ সালের শেষ নাগাদ তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হান্ডার সভাপতি হেং জেলি।

হান্ডা ইন্ডাস্ট্রিজের এই বিনিয়োগ বাংলাদেশে টেক্সটাইল ও পোশাক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow