বিজয়নগর প্রবাসী কল্যাণ সংগঠনের মানবিক সহায়তা

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Jul 30, 2025 - 00:11
 0  3
বিজয়নগর প্রবাসী কল্যাণ সংগঠনের মানবিক সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে সৌদি আরবে কর্মরত দুইজন প্রবাসীর মৃত্যুবরণ এবং একজন প্রবাসীর গুরুতর অসুস্থতার প্রেক্ষিতে তাদের পরিবারকে মোট দুই লক্ষ নব্বই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিজয়নগর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দোয়া ও অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা সদস্য সিরাজুল ইসলাম সিরু। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মারুফ আহমেদ ও জাহেদ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন, বিআরডিবির চেয়ারম্যান এইচ.এম. জহিরুল ইসলাম, বিজয়নগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রেজাউল আমিন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্টু সরকার, বুধন্তী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাজী এমদাদুল হোসেন ফারুক, বিশিষ্ট সমাজসেবক হামিদুল্লাহ খান ও শাহ আলম মাস্টার, জেলা বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন মুন্সি, পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মিয়া (মিয়াবালী)।

২০২৪ সালের ১ জুন প্রতিষ্ঠিত বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সম্মানিত সভাপতি ও প্রধান উদ্যোক্তা নুরুল আমিনের নেতৃত্বে গঠিত কার্যকরী পরিষদ মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সংগঠনের উদ্যোক্তা পরিষদের নিজস্ব অর্থায়নেই এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

দেশে অবস্থানরত নেতৃবৃন্দ জানান, প্রবাসে অবস্থানরত কেউ মারা গেলে, গুরুতর অসুস্থ হলে কিংবা দালালের খপ্পরে পড়লে সংগঠনটি তাৎক্ষণিকভাবে সহযোগিতায় এগিয়ে আসে। এখন পর্যন্ত প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার বেশি অনুদান প্রদান করেছে এই সংগঠন।

অনুষ্ঠানটি সফল করতে যাঁরা প্রবাস থেকে নিরলস শ্রম দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন, সিনিয়র উপদেষ্টা হাজী হুমায়ুন, সিনিয়র সভাপতি বাবুল মিয়া, সিনিয়র সাংগঠনিক সম্পাদক জনাব জজ মিয়া পাঠান, প্রচার সম্পাদক ওসমান গনি এবং সিনিয়র যুগ্ম প্রচার সম্পাদক মোঃ শাহ জাহান মিয়া।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদের উদ্দেশে আহ্বান জানানো হয়—এই মানবিক যাত্রায় সক্রিয়ভাবে যুক্ত হয়ে প্রবাসী সমাজের কল্যাণে অবদান রাখার জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow