আলফাডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারী জাল ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৯জুলাই ) সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাওড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করে সেখানে পুড়িয়ে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমানের নেতৃত্বে এই অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করে।
এসিল্যান্ড এ. কে. এম. রায়হানুর রহমান জানান, বাওড়ের জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তিনি আরও জানান, বাওড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান জনস্বার্থে আরও জোরদার করা হবে।
প্রশাসনের এই উদ্যোগে ওই এলাকার পরিবেশবাদী ও সচেতন মৎস্যজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাওড়ের মাছের প্রজনন ও পরিবেশ সুরক্ষিত থাকবে।
উল্লেখ্য, চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো দেশের জলজ পরিবেশ ও দেশীয় মাছের প্রজাতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে থাকে।
What's Your Reaction?






