ফরিদপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম (পিপিএম)। আজ বুধবার বেলা ১১টায় ফরিদপুর পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা ফরিদপুর শহরের যানজট সমস্যা, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য, অবৈধভাবে ফুটপাত দখল, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। একইসাথে অপসাংবাদিকতা রোধে পুলিশের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।
সভাপতির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও প্রতারণা দমনে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অটোরিকশা চালকদের নিয়মের আওতায় আনা হবে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনো প্রকার হয়রানি বা ঘুষ-দুর্নীতির শিকার না হন, তা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। এছাড়া অপসাংবাদিকতা রোধের পাশাপাশি পেশাদার সাংবাদিকরা যাতে কোনো হয়রানির শিকার না হন, সে বিষয়েও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন এবং সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের উপস্থিতিতে সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না বালা, নাজিম বাকাউল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, এস এম মনিরুজ্জামান, আলিমুজ্জামান রনি, মাসুদুর রহমান তরুণ, বিকে শিকদার সজল, জাহিদ রিপন, শ্রাবণ হাসান ও ইব্রাহিম হোসেন প্রমুখ। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ