রাজধানীতে মা-মেয়ে হত্যার ঘটনায় ঝালকাঠি থেকে সেই গৃহকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
Dec 10, 2025 - 14:07
 0  8
রাজধানীতে মা-মেয়ে হত্যার ঘটনায় ঝালকাঠি থেকে সেই গৃহকর্মী গ্রেফতার
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা ও মেয়ে জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে মোহাম্মদপুর থানা পুলিশ ঝালকাঠি থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত সোমবার ওই বাসায় নির্মমভাবে খুন হন গৃহকর্ত্রী লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন কথিত গৃহকর্মী আয়েশা।

হত্যাকাণ্ড ও মামলা
ঘটনার দিন রাতেই নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গৃহকর্মী আয়েশাকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের স্বজনরা জানান, অভিযুক্ত আয়েশা ঘটনার মাত্র চার দিন আগেই ওই বাসায় কাজ শুরু করেছিলেন।

সিসিটিভি ফুটেজে ছদ্মবেশ ধারণ
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে লিফটে করে সপ্তম তলার ওই ফ্ল্যাটে প্রবেশ করেন আয়েশা। হত্যাকাণ্ডের পর সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি নিজের বোরকা পাল্টে স্কুল ড্রেস পরেন। এরপর মুখে মাস্ক ও কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছদ্মবেশে ভবন থেকে বেরিয়ে যান।

নিহতদের পরিচয়
মামলার বাদী আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আয়েশাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow