আত্রাইয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভ্যান শ্রমিক সমাবেশ
নওগাঁর আত্রাইয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আত্রাই উপজেলা শাখার সভাপতি মো. ময়েন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মো. খবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. খবিরুল ইসলাম বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ দুঃখের বিষয় হলো, এই শ্রমিক সমাজই আজ সবচেয়ে বেশি অবহেলিত। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে আগে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে।”
তিনি আরও বলেন, “একজন শ্রমিককে তার কাজের যথাযথ পারিশ্রমিক দিতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করা এবং চিকিৎসার ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও নিরাপদ জীবনের নিশ্চয়তার জন্য কাজ করে যাচ্ছে। আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।” এ সময় তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আদায়ে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, নায়েবে আমীর মো. ওসমান গণি এবং সেক্রেটারি মো. তোজাম্মেল হক।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ