ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩

ফরিদপুরে মাগুরাগামী লোকাল বাস ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে পিকআপ চালকের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের করিমপুর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী লোকাল বাস (ঢাকা মেট্রো-ব-১১-৮৫০১) এবং মাগুরা থেকে ফরিদপুরগামী পিকআপের (ঢাকা মেট্রো-ন-১২-৮৯৭১) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই দুর্ঘটনায় পিকআপের চালক ইলিয়াস হোসেন, গাড়ির সহকারী রাজিব হোসেন এবং পিকআপে থাকা মালামালের মালিক জসিম উদ্দিন গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে চালক ইলিয়াস হোসেনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর লোকাল বাসের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। পুলিশ তাদের আটকের চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?






