মহালছড়িতে কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

সাফল্যের জয়গান আর তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল খাগড়াছড়ির মহালছড়ি। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে জড়ো হয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজি-এসআই) প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান।
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুইহ্লা অং রাখাইনের (পিপলু) সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক বিনয় জ্যোতি চাকমা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমাদের মেধা ও শ্রম দিয়ে এই পার্বত্য অঞ্চল তথা পুরো দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।"
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং সম্প্রতি মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






