মাটিরাঙ্গায় জলবায়ু ও পরিবেশ উন্নয়নে ফলের চারা বিতরণ

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Jul 29, 2025 - 15:22
 0  2
মাটিরাঙ্গায় জলবায়ু ও পরিবেশ উন্নয়নে ফলের চারা বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় মাটিরাঙ্গা পৌরসভায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন জাতের ফলদ চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে যাদের পতিত জমি রয়েছে এবং যারা বাগান করতে আগ্রহী, এমন শতাধিক বাগান মালিকের মধ্যে এসব চারা বিতরণ করেন জেলা পরিষদ সদস্য মোঃ সহিদুল ইসলাম সুমন।

চারা বিতরণকালে মোঃ সহিদুল ইসলাম সুমন বলেন, "শুধু চারা রোপণ করলেই হবে না, সঠিক পরিচর্যার মাধ্যমেই একটি বাগান সফল হয়। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।"

চারা পাওয়া উপকারভোগীরা খাগড়াছড়ি জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow