ঘরের মাঠে স্বপ্নযাত্রা অব্যাহত, ফাইনালে অপ্রতিরোধ্য মহম্মদপুর

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 29, 2025 - 15:19
 0  4
ঘরের মাঠে স্বপ্নযাত্রা অব্যাহত, ফাইনালে অপ্রতিরোধ্য মহম্মদপুর

মাগুরার মহম্মদপুরে চলছে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল-৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উত্তেজনা। সোমবার (২৮ জুলাই) বিকেলে মহম্মদপুর উপজেলা সদরের শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। দর্শকে ঠাসা মাঠে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শক্তিশালী যশোর জামান ট্রেডার্স ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক মহম্মদপুর ফুটবল একাদশ।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে। দুই দলের ফরোয়ার্ডরা প্রতিপক্ষের গোলপোস্টে বারবার হানা দিলেও রক্ষণভাগের দৃঢ়তায় কোনো দলই নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে মহম্মদপুর ফুটবল একাদশের গোলরক্ষক অসাধারণ দক্ষতায় দুটি শট রুখে দেন এবং তাদের খেলোয়াড়রা দুটি গোল করতে সক্ষম হন। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে যশোর জামান ট্রেডার্সকে পরাজিত করে ফাইনালে উঠে উল্লাসে ফেটে পড়ে মহম্মদপুরের খেলোয়াড় ও সমর্থকরা।

উল্লেখ্য, "মাদক মুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় জীবন গড়ি" এই স্লোগানকে সামনে রেখে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এই জনপ্রিয় টুর্নামেন্টের আয়োজন করেছে মহম্মদপুরের কৃতি সন্তান কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফাউন্ডেশন।

এ সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী, কৃতি ফুটবলার মুস্তাফিজুর রহমান নান্নু, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তরিকুল ইসলাম তারা, কৃতি ফুটবলার ও শিক্ষক নাইমুল হুদা এবং আয়োজক কমিটির সদস্য মেহেদী হাসান সবুজ।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে দর্শকদের মাতিয়ে রাখেন রফিকুল ইসলাম খোকন। এই জয়ের ফলে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করলো স্বাগতিক মহম্মদপুর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow