মাগুরার শালিখায় তিন শতাধিক এতিমকে খাওয়ালেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইসলামিয়া ফজলুল উলুম কওমিয়া এতিমখানা মাদ্রাসার তিন শতাধিক এতিম শিক্ষার্থীকে রাতের খাবার খাওয়ালেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি শুধু খাবার খাওয়ানই নন, এতিম শিশুদের সঙ্গে মেঝেতে বসে একসঙ্গে খাবারও গ্রহণ করেন।
রবিবার (৬ জুলাই) এশার নামাজের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাদ্রাসায় যান। সেখানে গিয়ে হরেক রকমের খাবার পরিবেশন করেন এবং তা এতিম শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। এই সময় মাদ্রাসা প্রাঙ্গণে এক হৃদয়ছোঁয়া দৃশ্যের সৃষ্টি হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. হাফিজুর রহমান বলেন, “মাদ্রাসা প্রতিষ্ঠার ৩৭ বছরে কোনো রাজনৈতিক নেতা এতিমদের খোঁজ নেয়নি। রবিউল ইসলাম নয়নই প্রথম ব্যক্তি যিনি নিজ থেকেই আগ্রহ নিয়ে এখানে আসলেন, খোঁজখবর নিলেন এবং এতিম শিশুদের সঙ্গে একসঙ্গে খাবার খেলেন।” তিনি নয়নের এই মানবিক উদ্যোগে অভিভূত হয়ে তাঁর জন্য দোয়া করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
এতিম শিক্ষার্থী জোবায়ের, জাকারিয়া ও আল-আমিন জানায়, “নয়ন ভাইয়ের সঙ্গে একসঙ্গে এত রকমের খাবার খেয়ে আমরা খুব খুশি হয়েছি। আমরা আনন্দে তাঁকে জড়িয়ে ধরি।” শিশুদের এই আবেগময় প্রতিক্রিয়ায় নয়ন নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।
রবিউল ইসলাম নয়ন বলেন, “বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় এতিমদের ভালোবাসতেন। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
What's Your Reaction?






