সদরপুরে উন্মুক্ত লটারিতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

ফরিদপুরের সদরপুর উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার সভাপতিত্বে এই লটারির আয়োজন করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ।
জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন আবেদনকারীর মধ্যে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২১ জন এবং ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় ৭ জন আবেদনকারীর মধ্যে থেকে ৩ জনকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রাশেদ উজ্জামান খান, সমাজকল্যাণ কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নবনীতা নন্দী, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, ডিলার পদপ্রার্থী, মিডিয়া কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে কোন প্রকার পক্ষপাত কিংবা প্রভাব ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়েছে।"
অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই এই পদ্ধতিকে স্বাগত জানিয়ে বলেন, "আগে এসব নিয়োগে নানা ধরনের অনিয়ম হতো। এখন উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন হওয়ায় আমরা সন্তুষ্ট।"
What's Your Reaction?






