রোয়াংছড়িতে নবাগত ইউএনও'র সঙ্গে বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
Jul 29, 2025 - 15:02
 0  34
রোয়াংছড়িতে নবাগত ইউএনও'র সঙ্গে বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বান্দরবানের রোয়াংছড়িতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ইউএনও'কে ফুল দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন—জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত ভুষণ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নয়ন্তসেন তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ক্যসাথুই মারমা, সদস্য সচিব সুবাজয় তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক শোভন তঞ্চঙ্গ্যা, হ্লামংসাই মারমা, কৃষকদলের আহ্বায়ক ক্যসাইওয়ে মারমা, সদস্য সচিব রূপন তঞ্চঙ্গ্যা এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক স্মৃতিময় তঞ্চঙ্গ্যা ও উছাইম্রা মারমাসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়ের পর ইউএনও মেহেদী হাসান কাউছারের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া এবং যুবসমাজের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

ইউএনও বলেন, “সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” তিনি তরুণ সমাজের জন্য ইতিবাচক কর্মসূচি গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow