বান্দরবানে সরকারি প্রণোদনায় এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Jul 29, 2025 - 14:23
 0  4
বান্দরবানে সরকারি প্রণোদনায় এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় জ্বলে উঠল মেধার আলো। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯ জন কৃতি শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে সম্মাননা জানানো হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সালের হাত থেকে তারা এই সম্মাননা গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের 'পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (SEDP)' স্কিমের আওতায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান জেলা ও থানচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত থানচি থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন, যারা বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাদের মধ্যে এইচএসসিতে উত্তীর্ণ থানচি কলেজের ৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা এবং এসএসসিতে উত্তীর্ণ ৬ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা পুরস্কার হিসেবে সোনালী ব্যাংকে তাদের নিজ নিজ অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়।

এই আনন্দঘন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি বড়ইপাড়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, পশু সম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, থানচি সরকারি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন এবং থানা উপ-পরিদর্শক হোসেন মাসুদ।

এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপি, জামায়াত, গণসংহতি আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ছাত্রনেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow