কিশোর গ্যাং রুখতে রাজপথে নামল মোহাম্মদপুরের ৭০ শিক্ষা প্রতিষ্ঠান

কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের ভয়াল থাবা থেকে মুক্তি পেতে একযোগে রাজপথে নেমেছে রাজধানীর মোহাম্মদপুরের হাজারো শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এলাকার ৭০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একযোগে মানববন্ধন ও র্যালি করে তারা অপরাধমুক্ত নিরাপদ পরিবেশের জোর দাবি জানান।
এদিন সকাল থেকেই মোহাম্মদপুরের বিভিন্ন সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন অংশগ্রহণকারীরা। তাদের হাতে হাতে ছিল 'কিশোর গ্যাং আর না, নিরাপদ জীবন চাই', 'ছিনতাই-চাঁদাবাজমুক্ত মোহাম্মদপুর চাই', 'আমার স্কুল, আমার নিরাপত্তা' সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। এই অভূতপূর্ব কর্মসূচিতে এলাকার সড়কগুলোতে এক ভিন্ন দৃশ্যের অবতারণা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই মোহাম্মদপুর এলাকাটি অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে বেপরোয়া কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, প্রকাশ্য দিবালোকে ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের রমরমা কারবার শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ও শিক্ষাজীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাদের সন্তানেরা নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারে না, যা নিয়ে তারা সব সময় উদ্বেগে থাকেন।
শিক্ষার্থীরা জানায়, তারা প্রায়ই ছিনতাই ও হয়রানির শিকার হয়। কিশোর গ্যাংয়ের সদস্যদের ভয়ে অনেক সময় প্রতিবাদ করার সাহসও পায় না। তারা নিরাপদে স্কুলে আসা-যাওয়া করার নিশ্চয়তা চায়।
এই কলঙ্ক থেকে মোহাম্মদপুরকে মুক্ত করতে এবং সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও দৃষ্টান্তমূলক হস্তক্ষেপ দাবি করেছেন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলে। তারা বলছেন, এখনই যদি এই অপরাধীচক্রকে রুখে দেওয়া না যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভয়াবহ বিপদের সম্মুখীন হবে।
What's Your Reaction?






