রাজধানীসহ আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন
রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজধানীসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানী ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দিচ্ছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে।
এদিকে, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা যেভাবে নাশকতা চালাচ্ছে, তাতে রাস্তায় চলাচল করা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় ককটেল বিস্ফোরণে হতাহতের আশঙ্কা তৈরি হচ্ছে। অনেকে আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “রাজধানীতে শঙ্কার কিছু নেই। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”
তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। গত কয়েক দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ঘটনায় জড়িত ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, “গ্রেপ্তারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে এসেছে। তারা হেলমেট ও মাস্ক পরে দ্রুত হামলা চালিয়ে পালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।”
আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরাও সমন্বিতভাবে মাঠে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।
What's Your Reaction?
নিজস্ব প্রতিবেদকঃ