হাজারো ভক্ত-আলেমের অশ্রুসিক্ত বিদায়ে চিরবিদায় নিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় হাজারো আলেম-ওলামা ও ভক্তবৃন্দের অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় নিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশের সভাপতি শাইখুল উলামা আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহঃ), পীর সাহেব কারীমপুর।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজাপুর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকালে জানাজা ও দাফনের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম (পীর সাহেব চরমোনাই), ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা ও রাজাপুর উপজেলার নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর মনোনীত ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ফয়জুল হক, এবং হযরত কায়েদ সাহেব হুজুরের সাহেবজাদা মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আল্লামা নুরুল হুদা ফয়েজী ছিলেন একজন প্রাজ্ঞ আলেমেদ্বীন, চরমোনাই পীর সাহেবের খলিফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী।
বরেণ্য এই আলেমের জানাজায় অংশ নিতে রাজাপুরের কানুদাসকাঠি দরবার শরীফে হাজারো মানুষ ভিড় করেন। সমগ্র এলাকা পরিণত হয় শোকাবহ পরিবেশে।
What's Your Reaction?
মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টারঃ