পুরান ঢাকায় ভবনের রেলিং ধসে তিনজনের মৃত্যু, বালু-সিমেন্ট ছাড়াই ছিল ভবনটির ছাদের রেলিং
পুরান ঢাকার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রেলিংয়ের নির্মাণমান দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি জানান, রেলিং নির্মাণে কোনো ধরনের বালু–সিমেন্ট ব্যবহার করা হয়নি। নিম্নমানের এই নির্মাণই ভূমিকম্পের হালকা ঝাঁকুনিতে রেলিং ভেঙে পড়ার প্রধান কারণ।
দুর্ঘটনার পর থেকেই ভবন মালিকের তিন ভাই পলাতক রয়েছেন বলে জানান রাজউক চেয়ারম্যান। ভবন মালিকের পক্ষ হয়ে উপস্থিত এক নারীকে উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, এমন অদক্ষ ও ঝুঁকিপূর্ণ নির্মাণে কীভাবে মানুষের প্রাণহানি ঘটে তা কি তাদের কষ্ট দিচ্ছে না? তিনি বলেন, এ ধরনের নির্মাণের কারণে তিনজনের মৃত্যু হয়েছে, আর এর জন্য ভবন মালিককে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে।
এসময় ভবনটির অনুমোদিত নকশা আগামী সাত দিনের মধ্যে রাজউককে প্রদর্শনের নির্দেশ দেন তিনি। নির্ধারিত সময়ে নকশা দেখাতে ব্যর্থ হলে ভবনটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন রাজউক চেয়ারম্যান।
এ ঘটনায় নিহতরা হলেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮) ও তার ছেলে আবদুল আজিজ ওরফে রিমন (১২)। শুক্রবারের ভূমিকম্পের সময় হঠাৎ রেলিং ভেঙে পড়ে তাদের ওপর, ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ