তেজগাঁওয়ে ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 24, 2025 - 20:59
 0  3
তেজগাঁওয়ে ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ কামাল মিয়া (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)-তেজগাঁও বিভাগ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা মোড়ের আকিজ পাম্পসংলগ্ন উত্তর পাশে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হবিগঞ্জ জেলা থেকে এক ব্যক্তি প্রাইভেট কারে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকায় প্রবেশ করছে। এরপরই চিহ্নিত স্থানে ওৎ পেতে থাকা ডিবি সদস্যরা তাকে গাড়িসহ আটক করে। প্রাইভেট কারটি তল্লাশি করে গাড়ির বিভিন্ন স্থানে লুকানো ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত কামাল মিয়ার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবির একটি সূত্র জানিয়েছে, কামাল পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow