ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী ও আদাবর থানা যুবলীগের কর্মী হিমনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবর এলাকার ‘রাজ্জাক’ নামক একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা কালবেলাকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে যে, আদাবরের একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে বিকেলেই সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তার দেওয়া সেই তথ্যের সূত্র ধরে পুলিশ আদাবরের ১৭/বি এলাকার মেহেদীর বাসায় অভিযান চালায়। সেখান থেকেই উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরের সঙ্গে হিমনের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি মূল অভিযুক্ত আলমগীরের বন্ধু। জানা গেছে, প্রায় দুই মাস আগে হিমন দুবাই থেকে বাংলাদেশে ফিরেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা এবং উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা জুয়েল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তে সহায়ক হবে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ