মাগুরার বুনাগাতীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে যুবদলের আনন্দ মিছিল

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Dec 24, 2025 - 19:03
 0  3
মাগুরার বুনাগাতীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে যুবদলের আনন্দ মিছিল
ছবি: দৈনিক খোলাচোখ

মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুনাগাতী ইউনিয়ন যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচি পালিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বুনাগাতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কাইজার হোসেনের নির্দেশনায় এবং বুনাগাতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন শিকদারের নেতৃত্বে মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল ও পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ ও যশোর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দীন মোল্লা, বুনাগাতী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ কবির মোল্লা, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্য রবিউল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সবুজ, যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদল নেতা স্বাধীন আহমেদ এবং বুনাগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রাসেল বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে বুনাগাতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন শিকদার মাগুরা জেলা বিএনপির ১ নম্বর সদস্য, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বর্ষীয়ান নেতা মোঃ মোজাফফর হোসেন টুকুর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow