রামপুরায় লাইসেন্সকৃত অস্ত্র ছিনতাই: উত্তরা থেকে অস্ত্রসহ যুবক গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 25, 2025 - 21:29
 0  2
রামপুরায় লাইসেন্সকৃত অস্ত্র ছিনতাই: উত্তরা থেকে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজধানীর রামপুরা এলাকায় ঠিকাদার মোঃ আমিরুল ইসলামের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার আসামি ইয়াসিন পাটোয়ারীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তার হেফাজত থেকে ছিনতাইকৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে রাজধানীর দক্ষিণখান থানাধীন পশ্চিম পাড়া আশকোনা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ২১ জুলাই রাতে আমিরুল ইসলাম নরসিংদী থেকে প্রজেক্ট দেখাশোনা শেষে বনশ্রীর নিজ বাসায় ফিরছিলেন। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বনশ্রী মেইন রোডে একটি হোটেলের সামনে অসুস্থবোধ করলে গাড়ি থামিয়ে নামেন। পাশে থাকা এক অজ্ঞাত যুবক ও ড্রাইভার মিলে তাকে গাড়িতে উঠিয়ে দেয়। এরপর বাসার নিচে পৌঁছালে যুবকটি নিজেকে ইয়াসিন পরিচয় দিয়ে গাড়ি থেকে নেমে যাওয়ার সময় হঠাৎ তার হাত থেকে পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে, ইয়াসিন পাটোয়ারী দক্ষিণখানের আশকোনায় আত্মগোপনে রয়েছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং শয়নকক্ষের বালিশের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

গ্রেফতারকৃত ইয়াসিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow