নোয়াখালীতে পুকুরে ভাসমান অবস্থায় মানসিক রোগী নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি পুকুর থেকে রোকেয় পারভীন সুরমা (৬০) নামে মানসিক রোগে আক্রান্ত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পরশুরামপুর গ্রামের ভূঁঞা বাড়ির সামনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোকেয়া পারভীন সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের সুরমা মঞ্জিলের বাসিন্দা ও নুরুল মতিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারভীন সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে তিনি ঘরে চিৎকার ও চেঁচামেচি করেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট উপজেলার পরশুরামপুর গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, তিনি পথ হারিয়ে কাঁদা মাটিতে পড়ে গিয়ে পুকুরে ডুবে মারা যেতে পারেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার ছেলে জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।”
What's Your Reaction?






