সাভারে চামড়া চুরির ঘটনায় রপ্তানির ১৬ বান্ডেল চামড়া উদ্ধার

সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে রপ্তানির জন্য প্রস্তুতকৃত চামড়া চুরির ঘটনায় দুটি বান্ডেলসহ চোরাইকৃত চামড়া উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া চামড়ার পরিমাণ ১৭০টি পিস, যার বাজারমূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।
‘মেসার্স রাইসা লেদার’ নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ জোনায়েদ হোসেন পলাশ জানান, ৬ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ফ্যাক্টরিতে এসে চামড়ার ঘাটতি দেখতে পান। পরে কারখানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ২টা থেকে ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা জানালার গ্রীল কেটে কারখানায় প্রবেশ করে রপ্তানির জন্য প্রস্তুতকৃত প্রায় ১৫ হাজার স্কয়ার ফিট চামড়া চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ২৪ জুলাই সাভার মডেল থানায় একটি মামলা (মামলা নম্বর-৬৮) রুজু করা হয়। মামলার তদন্তে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) মোঃ আমির হোসেনের নেতৃত্বে গঠিত চৌকস তদন্ত টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আলামত সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।
অভিযানে ২৪ জুলাই রাত ১১টার দিকে সাভারের চামড়া শিল্প নগরী এলাকা থেকে মোঃ রাসেল (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি মোঃ জাহাঙ্গীর আলম (৫৮)-কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে রপ্তানিযোগ্য ১৬ বান্ডেল চামড়া উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






