বিএনপি নেতার বিরুদ্ধে অসহায় পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদের অভিযোগ

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 25, 2025 - 21:55
 0  2
বিএনপি নেতার বিরুদ্ধে অসহায় পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদে এক অসহায় দিনমজুর পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন তালুকদারের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, বিএনপি নেতা নাছির উদ্দিন স্থানীয় চাঁন মিয়ার পক্ষ হয়ে ওই পরিবারকে বসতভিটা ছাড়তে চাপ প্রয়োগ করছেন।

ভুক্তভোগী পরিবার শুক্রবার (২৫ জুলাই) দুপুরে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ সময় দিনমজুর পরিবারের সদস্য নাসিমা বেগম, আলেয়া বেগম ও মনোয়ারা বেগম গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

নাসিমা বেগম জানান, তারা মাহামুদকাঠি গ্রামের মৃত মো. বশির উদ্দীনের নাতনি। তাদের দাবি, ১ একর ৫ শতাংশ জমি তারা ওয়ারিশসূত্রে পাওয়ার অধিকার রাখেন। কিন্তু নাসিমার মামা চাঁন মিয়া সেই জমি বুঝিয়ে না দিয়ে উল্টো স্থানীয় বিএনপি নেতা নাছির উদ্দিন তালুকদারের সহায়তায় তাদের উচ্ছেদের চেষ্টা চালান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন নাসিমা। এতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে স্থানীয় প্রবীণ বিএনপি নেতা আব্দুল হালিম হাওলাদার বলেন, “নাসিমা ও তার বোনেরা বশির উদ্দীনের ওয়ারিশ। মামা চাঁন মিয়া একটি ভিত্তিহীন ওসিয়তের কথা তুলে জমি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এরপর বিএনপি নেতা নাছির তালুকদারকে সঙ্গে নিয়ে শালিস বসান, যা একতরফাভাবে চালানো হয়।”

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতা নাছির উদ্দিন তালুকদার বলেন, “আমি কেবল শালিসে ডাকা হয়েছিলাম, সেখানে যা বলার বলেছি। এ নিয়ে নিউজের কী আছে?”

তবে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত বলেন, “দলের কোনো নেতা ব্যক্তিগতভাবে শালিসে কারো পক্ষ নিতে পারেন না। কেউ করলে সেটি তার ব্যক্তিগত দায়, দল তার দায় নেবে না।”

এদিকে নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাঈম হোসেন বলেন, “ওই জায়গা নিয়ে বিরোধ রয়েছে। জমির উপর নাসিমা বেগমরা ওয়ারিশ হিসেবে দাবি করলেও এখনো চূড়ান্ত রায় হয়নি। এর আগেই ঘর তুলে বসবাস শুরু করায় বিরোধ তৈরি হয়েছে। শালিসের সিদ্ধান্ত অগ্রাহ্য করায় সমস্যা হয়েছে।”

ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow