পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 19, 2025 - 16:01
 0  3
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ অক্টোবর) সকালে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে এবং সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব বায়োজীদ ইসলামের সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেড-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সভায় যোগদান করেন, বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় প্রধান অতিথি সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের কল্যাণ সভায় পুলিশ অফিসার ও ফোর্সদের সামগ্রিক উপস্থাপিত সমস্যা গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশনা প্রদান করেন। অত:পর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মাফিক ছুটি, আবাসন ব্যবস্থা,পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবার,পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা,জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিশ্চিত করতে  সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব,নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করেন।  কল্যান সভার শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সুপার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব মো. শাখাওয়াত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা,অফিসার ইনচার্জ পিরোজপুর সকল থানা, ট্রাফিক ইনচার্জ,কোর্ট ইন্সপেক্টর,আরআই পুলিশ লাইন্স,আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্ট্রাফ সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow