পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির প্রতি একাত্মতা প্রকাশ করে ভূখা মিছিল

এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার শিক্ষকরা।
রোববার (১৯অক্টোবর) দুপুর ১২ টায় অনির্দিষ্টকালের কর্মবিরতি আন্দোলনের অংশ হিসেবে থালা বাটি হাতে ‘ভূখা’ মিছিলের সমর্থন জানান শিক্ষকরা।
তারা বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, জাতির মেরুদন্ডকে শক্ত করছি কিন্তু নিজেদের জীবনের নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতি এখনো অধরাই। বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এখন খালি থালা হাতে রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় নেই। এটি শুধুই প্রতিকী প্রতিবাদ নয়, এটি আমাদের বঞ্চনার কান্না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রবীণ শিক্ষক ও সহকারী মৌলভী, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, সহকারী মৌলভী, আসমা খাতুন, এইচএম মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক বাংলা সাবিনা ইয়াসমিন কলি, বিপিএড শিক্ষক রুমা খানম, গণিত শিক্ষক, সুফিয়া খাতুন, কৃষি শিক্ষক, শহিদুল ইসলাম, আইসিটি শিক্ষক, কবির হোসাইন, সামাজিক বিজ্ঞান শিক্ষক, মাহমুদা আক্তার, ইংরেজি শিক্ষক, নাফিজ ইমতিয়াজ, ইবতেদায়ী প্রধান, আমিরুজ্জামান খান, ইবতেদায়ী শিক্ষক ফাহিমা খাতুন, সালমা খানম, জামিলা খানম, হোসনেয়ারা মনি, সুমাইয়া ইসলাম, আরিফা খানম প্রমুখ।
What's Your Reaction?






