নাজিরপুরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
May 5, 2025 - 17:55
 0  9
নাজিরপুরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নাজিরপুর উপজেলার একমাত্র পুরনো শিক্ষা প্রতিষ্ঠান শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কলেজের গেটসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আল মামুন।

বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বালী, সহকারী অধ্যাপক আবু সুফিয়ান, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনায় বক্তারা অভিযোগ করেন, কলেজটি জাতীয়করণের সকল শর্ত পূরণ করলেও শুধুমাত্র ‘শহীদ জিয়া’ নাম থাকার কারণে এটি বারবার বৈষম্যের শিকার হচ্ছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান বালী বলেন, “জাতীয়করণের সকল মানদণ্ড আমাদের কলেজ পূরণ করলেও কেবলমাত্র নামের কারণে বারবার উপেক্ষিত হচ্ছি। আমরা চাই ৫ আগস্ট-পরবর্তী বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অংশ হিসেবে আমাদের কলেজও জাতীয়করণ হোক।”

এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, “নাজিরপুর উপজেলার মধ্যে এটি সবচেয়ে পুরোনো কলেজ। অথচ পাশের একটি নবপ্রতিষ্ঠিত কলেজ অল্প সময়েই জাতীয়করণ হয়েছে। এটি সুস্পষ্ট বৈষম্য।”

এ সময় বক্তারা অবিলম্বে নাজিরপুর শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, কলেজ পরিচালনা পরিষদ এবং স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow