ফরিদপুরে ‘মাদক সম্রাজ্ঞী’ বিন্দু মাসি গ্রেপ্তার

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
May 5, 2025 - 17:50
 0  5
ফরিদপুরে ‘মাদক সম্রাজ্ঞী’ বিন্দু মাসি গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে আলোচিত মাদক কারবারি রেবেকা বেগম ওরফে ‘বিন্দু মাসি’কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (৫ মে) গভীর রাতে পৌরসভার ছোলনা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। তিনি জানান, গ্রেফতারকৃত রেবেকা বেগম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, রেবেকা বেগম ও তার স্বামী আব্দুল কাইয়ুম মোল্যা দীর্ঘদিন ধরে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছেন। আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি এবং রেবেকার বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে। তাদেরকে বহুবার মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রেবেকা বেগম একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

বোয়ালমারী থানার ওসি (তদন্ত) আল আমিন বলেন, “রেবেকা বেগমের স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য, বিশেষ ক্ষমতা আইন ও মারামারির মামলাসহ ৩৪টি মামলা রয়েছে। রেবেকার বিরুদ্ধে চলমান রয়েছে ১৭টি মাদক মামলা।”

আটকের পর সোমবার দুপুরে রেবেকা বেগমকে ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow