থানচিতে ম্যালেরিয়া নির্মূলে টার্গেটেড উদ্যোগ, সেবা পাবে ৬ হাজার মানুষ

বান্দরবানের থানচি উপজেলায় ম্যালেরিয়া নির্মূল ও মৃত্যু হার কমানোর লক্ষ্যে ‘টার্গেটেড স্ট্রেংথেনিং’ প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এ কার্যক্রমে উপজেলার ২৬টি পাহাড়ি গ্রামে ১৫ থেকে ৫৯ বছর বয়সী অন্তত ৬ হাজার মানুষকে সেবা প্রদান করা হবে।
সোমবার (৫ মে) সকাল ১১টায় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসেন চৌধুরী।
পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির ম্যালেরিয়া ও ডেঙ্গু বিশেষজ্ঞ ডিপিএম শ্যামল কুমার দাস, প্রকল্প উপদেষ্টা ডা. মো. মুশফিকুর রহমান, এন্টোমোলজিস্ট মো. খলিলুর রহমান, আইটি বিশেষজ্ঞ মো. শাহরিয়ার পারভেজ, শুর অফিসার আরজি নাছির উদ্দীন, থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার এবং ব্র্যাকের সিনিয়র ম্যানেজার অমিত কুমার নিয়োগী ও তানভির হোসেন প্রমুখ।
সভায় জানানো হয়, ২০২৭ সালের মধ্যে ম্যালেরিয়াজনিত মৃত্যু হ্রাস এবং ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া প্যারাসাইট সম্পূর্ণ নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি। এই কর্মসূচির আওতায় থানচির ২৬টি, বান্দরবান সদর উপজেলার ২টি এবং রোয়াংছড়ি উপজেলার ৭টি—মোট ৩৫টি পাহাড়ি গ্রামের ১০ হাজারেরও বেশি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
What's Your Reaction?






